এডভোকেট মোছাদ্দেক বিল্লাহ'র সভাপতিত্বে কেদারপুর-বাবুগঞ্জ সংযোগ সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
08 June 2025
Source Linkকেদারপুর-বাবুগঞ্জ সংযোগ সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
'কেদারপুর-বাবুগঞ্জ সংযোগ সেতু নির্মাণ এবং কেদারপুর খেয়াঘাট থেকে লাশঘাটা পর্যন্ত জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে' ঢাকাস্থ কেদারপুর ইউনিয়নবাসীদের সামাজিক সংগঠন ‘আমরা কেদারপুরবাসী’ আজ ৮ জুন ২০২৫, রবিবার সকাল ১০ টায় কেদারপুর খেয়াঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে এলাকার বিশিষ্টজন, শিক্ষার্থী , ব্যবসায়ীসহ কেদারপুরের সকল পর্যায়ের নাগরিকরা উপস্থিত উপস্থিত থেকে সংহতি জানান। সংগঠনের সভাপতি এডভোকেট মোছাদ্দেক বিল্লাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সরদারের পরিচালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন 'আমরা কেদারপুরবাসী' সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ হাবিবুর রহমান, মাওঃ হেলাল উদ্দিন সোহেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ পালোয়ান, নির্বাহী কমিটির সদস্য বেলাল খান সুরুজ, আহসান জলিল মোল্লা, ইখতিয়ার উদ্দিন শিকদার, শফিক মল্লিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধনে উপস্থিত থেকে এলাকার মান্যগণ্য ব্যক্তিদের মধ্যে সংহতি জানান, এইচ এম মহসিন আলম, মাহফুজুল আলম মিঠু, পারভেজ মৃধা, মাওঃ রুহুল আমিন, হাসানুজ্জামান খোকন, আজিজুল ইসলাম, মজিবুর রহমান, আনিসুর রহমান পলাশ, কামাল হোসেন প্রমূখ বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কেদারপুরের জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এখন সময় এসেছে দাবি আদায়ের। তাঁরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনতিবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এবং বক্তারা কেদারপুরের যে কোনো উন্নয়ন যাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, উক্ত আয়োজনে তাৎক্ষণিক অংশগ্রহণ করে দাবীর সাথে সংহতি জানান বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও বাবুগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
