পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে সাক্ষাৎ ও লিখিত স্মারকলিপি প্রদান
19 June 2025
Source Linkপরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে সাক্ষাৎ ও লিখিত স্মারকলিপি প্রদান:
বাবুগঞ্জ উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়নের নাম হচ্ছে কেদারপুর ইউনিয়ন। যেটার চারপাশে নদী - সুগন্ধা এবং সন্ধ্যা। তাই প্রতি বর্ষাকালে চারপাশ ছেপে ভাঙতে ভাঙতে হাজার হাজার স্বচ্ছল পরিবার গত দুই যুগে নিঃস্ব হয়ে গেছে। পানির বানে শুধু পাড় হারিয়ে যায় না, হারিয়ে যায় হাজার হাজার মানুষের স্মৃতি, কৃষি জমি, বাপ-দাদাদের কবর, ছোটবেলার খেলার মাঠ। গত কুরবানী ঈদের দ্বিতীয় দিন কেদারপুরে আসেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই। আমার ইউনিয়ন, আমার বাড়ির খুব কাছেই নদী ভাঙ্গন কবলিত মানুষের দূর্দশা ও নদী ভাঙ্গন এলাকা স্বচক্ষে পরিদর্শন করে গেলেন এবং এলাকার ভাঙ্গন কবলীত মানুষের কষ্টের কথা শুনে তাদের এই দূর্ভোগ লাগবে সরকার ও কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
তারই ধারাবাহিকতায় ১৯.০৬.২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে লিখিত স্মারকলিপি দিয়ে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করা হয়। তিনি মনযোগ দিয়ে কষ্টের কথাগুলো শুনেছেন। এমনকি উক্ত এলাকা নিজ চোখে দেখতে যাবেন বলে ওয়াদা দিয়েছেন।
বরিশাল সোসাইটির উপদেষ্টা ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমান, সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ মোসাদ্দেক বিল্লাহ, এ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ, এবি পার্টির বরিশাল জেলা যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ সুজন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জিএম রাব্বি।
