মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে ‘মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধে করণীয় শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত ০৪ জুলাই রোজ শক্রুবার সন্ধ্যা ৮.০০ মিনিট থেকে ১০.০০মিনিট পর্যন্ত।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) জনাব ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার ইন-চার্জ জনাব জহিরুল আলম, সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক, জাগো নিউজ এর সিনিয়র সাব এডিটর জনাব সালাহ উদ্দিন মাহমুদ ও সিনিয়র সাংবাদিক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন), বাবুগঞ্জ এর সম্পাদক জনাব আরিফ আহমেদ মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারুক আহমেদ বলেন- সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদকের সয়লাব হয়ে যাচ্ছে এবং যুব সমাজ নৈতিকতা, পারিবারিক ও শারিরীকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন যে মাদকের বিরুদ্ধে লড়াই করাটা অনেক কঠিন কাজ এবং সেই কঠিন কাজটি হাতে নিয়ে সমাজে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গঠনে আমরা কেদারপুরবাসী সংগঠনটি সময়োপযোগী উদ্যোগ নেয়ায় সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জাগো নিউজের সিনিয়র সাব এডিটর জনাব সালাহ উদ্দিন মাহমুদ বলেন- মাদক সমাজে মহামারী আকার ধারণ করেছে। যুব সমাজকে অন্ধকারের গলিতে ধাবিত করে যুব সমাজের সাথে সামাজিক ও পারিবারিক দূরত্ব তৈরী করেছে এই ধ্বংসাত্মক মাদক। মাদকের বিরুদ্ধে আইনি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন), বাবুগঞ্জ এর সম্পাদক জনাব আরিফ আহমেদ মুন্না তুলে ধরলেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় বাস্তব ঘটনার প্রেক্ষিতে ঘটে যাওয়া তার জীবনঘনিষ্ঠ ঘটনা। তুলে ধরলেন মাদকের ভয়াবহ ব্যাবসায়ী সিন্ডিকেট এর নেটওয়ার্কিং ও বিক্রির গোপন কৌশল সম্পর্কে।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ‘আমরা কেদারপুরবাসী’’ সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী এডভোকেট এম. মোছাদ্দেক বিল্লাহ। সভাপতির বক্তব্যে এডভোকেট মোছাদ্দেক বিল্লাহ বলেন- মাদকের বিরুদ্ধে শুধু সফট সচেতনতা তৈরীর সময় অনেক আগেই শেষ, এখন দরকার সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। তিনি আরও বলেন - এই সেমিনারের মাধ্যমে ‘আমরা কেদারপুরবাসী’ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঘোষণা করছে যে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে কাজ করবে আমরা কেদারপুরবাসী সংগঠন।
উক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও কথাসাহিত্যিক, আমরা কেদারপুরবাসী সংগঠনের সহ-সভাপতি জনাব সানাউল্লাহ সাগর। প্রবন্ধে তরুণ সমাজের মাদকের প্রতি আসক্তির কারণ ও এর প্রতিকার, অভিভাবকদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আমরা কেদারপুরবাসী সংগঠনের সেক্রেটারী ফরিদ উদ্দিন সরদারের সঞ্চালনায় সেমিনারে বক্তারা মাদক কীভাবে একটি জীবন, পরিবার ও জাতিকে ধ্বংস করে দেয় তার বিভিন্ন বাস্তব উদাহরণ তুলে ধরেন। একই সাথে মাদক নিরাময়ের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ব্যক্তি সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
Advocate Mosaddek Billah
Advocate, Appellate Division,
Supreme Court of Bangladesh.
